মেনু নির্বাচন করুন

জোবায়দা উচ্চ বিদ্যালয়ের নিয়মাবলী....

 

বিদ্যালয়ের নিয়মাবলী....

0১

ক্লাস শুরু হবার ১৫ মিনিট পূর্বে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।

০২

দৈনিক  সমাবেশ ক্লাশে যোগ দেওয়া বাধ্যতামূলক।

০৩

প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয় এর নির্দিষ্ট পোশাক (ইউনিফর্ম) পড়ে আসতে হবে।

০৪

পোষাক পরিচ্ছদ পরিপাটি রাখা।

০৫

শ্রেণী কক্ষে বসার সিস্টেম শ্রেণী শিক্ষক নিদ্ধারণ করবেন। প্রত্যেক শিক্ষার্থীকে এই নির্দেশ মানতে হবে।

০৬

বিদ্যালয় চলাকালীন সময়ে অকারণে শ্রেণী কক্ষের বাইরে শিক্ষার্থীদের দেখা গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৭

বিনা অনুমতিতে বিদ্যালয় অনুপস্থিত থাকিলে নির্ধারিত জরিমানা পরিশোধ করা।

০৮

শ্রেণী কক্ষে ব্যবহৃত স্ব স্ব জিনিসপত্র  রক্ষনাবেক্ষন করা।

০৯

সহপাঠীদের সাথে বন্ধুসুলভ ব্যবহার করা।

১০

অন্যের ব্যবহৃত জিনিসপত্রের প্রতি লোভ না করা।

১১

মূল্যবান জিনিসপত্র  বিদ্যালয় না আনা।

১২

বিদ্যালয়ে মোবাইল ফোন আনা একদম নিষেধ।

১৩

বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে গৃহীত পাঠ্যপুস্তক নির্দিষ্ট তারিখে ফেরত না দিলে ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

১৪

ব্যক্তিগত খেলার সরঞ্জাম বিদ্যালয়ে আনা যাবে না।

১৫

বিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী অশালীন পুস্তক/ছবি/চাকু/ব্লেড ইত্যাদি আনা সর্ম্পূণ নিষেধ। উক্ত সরঞ্জাম যে কোন একটি আনলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

১৬

কোন ছাত্র-ছাত্রী না জানিয়ে বিদ্যালয় এর বাইরে গেলে কঠিন শাস্তি দেওয়া হবে।

১৭

দীর্ঘদিন অনুপস্থিত থাকলে উপযুক্ত কারণ না দেখাতে পারলে ছাত্র-ছাত্রীকে কঠিন শাস্তি দেওয়া হবে।

১৮

বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব স্কুল ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন এর প্রতি শ্রেণীর ছাত্র-ছাত্রীকে তাদের নির্দেশ মেনে চলতে হবে।

১৯

কোন ছাত্র-ছাত্রী অসুস্থতার জন্য সাত দিনের বেশি অনুপস্থিত থাকলে চিকিৎসকের অনুমোদনপত্র (সার্টিফিকেট) সহ অভিভাবককে আবেদনপত্র যথাশীঘ্র প্রধান শিক্ষিকার কাছে জমা দিতে হবে।

২০

প্রত্যেক ছাত্র-ছাত্রী যথাসময়ে পাঠ্যপুস্তক সংগ্রহ করবে।  প্রতি বিষয়ের খাতা ও বই রুটিন অনুসারে বিদ্যালয় অবশ্যই আনতে হবে।

২১

সাইকেলে চাবি দিয়ে রাখবে এবং নির্দিষ্ট জায়গায় রাখবে।

২২

প্রত্যেক বিষয়ে শিক্ষকের নির্দেশ অনুযায়ী বিভিন্ন সংখ্যক খাতা ছাত্র-ছাত্রীকে রাখতে হবে এবং বিদ্যালয় নিয়ে আসতে হবে। একই খাতায় সব বিষয়ে লেখা, খাতা অপরিষ্কার রাখা, শিক্ষকের  আদেশ অনুযায়ী খাতা  না করা প্রভৃতি দণ্ডনীয়।

২৩

বিদ্যালয়ের সকল আসবাপত্রের প্রতি যত্নবান হতে হবে। কেউ ক্ষতিসাধন করলে ক্ষতিপূরণ দিতে হবে।

২৪

কোন অবস্থাতেই পিতা/মাতা/মনোনীত অভিভাবক ব্যতীত অন্য কারো সাথে ছাত্র-ছাত্রীকে স্কুল ত্যাগ করতে দেওয়া হবে না।

২৫

বিদ্যালয়ে অধ্যায়ণরত অবস্থায় অনুত্তীর্ণ হলে বিদ্যালয়ে রাখা যাবে না।

২৬

কোন ছাত্র-ছাত্রী অভিভাবক ছাড়া একা যেতে চাইলে তাকে অনুমতি সংগ্রহ করে আনতে হবে। 

২৭

স্কুল চলাকালীন সময়ে অভিভাবকগণ শুধু অফিস কক্ষ ছাড়া স্কুলের শ্রেণী কক্ষের সামনে যাওয়া নিষেধ। এতে শ্রেণীর ব্যহত হয়।

২৮

যে কোন পরামর্শ বা অভিযোগ থাকলে অভিভাবকগণ প্রধান শিক্ষকের  সাথে যোগাযোগ করবেন।

২৯

শিক্ষার্থীরা সর্বদা পিতা-মাতা, গুরুজন ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল এবং সর্ব ক্ষেত্রে বিনয়ী হতে হবে।

৩০

শিক্ষকদের আদেশ ও উপদেশ পালন করা।

৩১

শিক্ষকদের  সম্মান প্রদর্শন করা।

৩২

পরীক্ষায় অংশ গ্রহণ বাধ্যতামূলক ।

৩৩

ছাত্র-ছাত্রীরা যেন প্রতিদিন বাড়ি থেকে খেয়ে বিদ্যালয় আসে এবং দুপুরের খাবার সাথে আনে, এ বিষয়ে অভিভাবকেরা যেন দৃষ্টি রাখেন।

৩৪

বেশি টাকা পয়সা আনা নিষেধ।

৩৫

·কোন সোনার গহনা পড়ে বিদ্যালয় আসা নিষেধ। গহনা হারালে তার দায়িত্ব বিদ্যালয়ের নয়।

৩৬

বিদ্যলয়ের নিয়ম কানুন না মানলে জরিমানা করা হবে।

·     এ ছাড়াও নোটিশের মাধ্যমে জারিকৃত নিয়ম-কানুন মেনে চলতে হবে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।